নৈরেকারে দুইজন নূরী
ভাসছে সদায়।
ঝরার ঘাটে যোগান্তরে
হচ্ছে উদয় ॥

একজন পুরুষ একজন নারী
ভাসছে সদায় বরাবরি
উপরআলা সদর বারি
যোগ তাতে দেয় ॥

মাসাতে সেই দুইজনা
আবেশে হয় দেখাশুনা
জেনেছে সেই উপাসনা
কেউ ভাগ্যোদয় ॥

যে জানে সেই দুই নূরীকে
সিদ্ধি হবে যোগে যোগে
লালন ফের পল ফাঁকে
মনের দ্বিধায় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)