মইরা গেলে কানবা ঠিকই
বাঁইচা থাকতে বুঝলা না
হাতের ধন ঠেললা পায়ে
আপন মানুষ খুঁজলা না।

আঙুল ধরে তাকাই দেখো
মায়া মায়া লাগবে গো
চোখটা একটু বাঁকাই দেখো
কষ্ট মনে জাগবে গো।
হারাই গেলে সাধবা ঠিকই
এখন যারে বুঝলা না।

কপালে হাত রাইখা দেখো
নিজের ভাগ্য পাইবা গো
ঠোঁটের কাছে থাইকা দেখো
থাকতে আরও চাইবা গো।
একা একা হাসবা ঠিকই
আজ যে ভাষা বুঝলা না।

Song: Moira Gele Kanba Thiki
Singer: Sathi Khan
Lyric: Sheikh Nazrul

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)