আমার সঙ্গে থাকবা কইয়া
হইছো অন্য কারো
একটা মনে কয়টা মানুষ
জায়গা দিতে পারো।
কদিন আগে আমি ছিলাম
তোমার কাছে প্রিয়
কিসের এতো অভাব ছিলো
একটু বলে দিও।
তুমি বন্ধু স্বার্থপর
আপন মানুষ করলা পর
আমাকে ঠকাইবা তুমি
বুঝতে পারি নাই।
আমি আজোও তোমায় ভুলি নাই
ও বন্ধুরে, আমি আজোও তোমায় ভুলিনাই।

চান্দের মতোন আলো দিয়া
করলা জীবন রঙ্গিন
বুঝিনাই গো এই আলোটা
থাকবে না বেশিদিন।
নষ্ট কইরা আমার জীবন
হইলা তুমি অন্যের আপন।
এমন কইরা ভুইলা যাইবা
ভাবতে পারি নাই।
আমি আজোও তোমায় ভুলি নাই
ও বন্ধুরে, আমি আজোও তোমায় ভুলিনাই।

স্বার্থে ঘেরা এই দুনিয়াই
হয়না সবাই আপন
এই কথাটি করলা প্রমাণ
ভাইঙ্গা মনের বাঁধন।
থাকবা তুমি কত সুখে
দেখবো আমি দূর থেকে
একদিন তুমি বুঝবা বন্ধু
আমার অভাব তাই।
আমি আজোও তোমায় ভুলি নাই
ও বন্ধুরে, আমি আজোও তোমায় ভুলিনাই।

Song: Ami Ajo Tomay Vuli Nai
Singer: Sathi Khan
Lyrics & Tune: Mamun Afnan Rumey

সাথী খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী, যিনি তার সুমধুর কণ্ঠ এবং সঙ্গীতশৈলীর মাধ্যমে শ্রোতাদের মন জয় করেছেন। তার জন্ম ও বেড়ে ওঠা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে তিনি সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ থেকে এই ক্ষেত্রে ক্যারিয়ার গড়েছেন।

সাথী খান বিভিন্ন ধরনের গান পরিবেশন করে থাকেন, যার মধ্যে লোকগীতি, আধুনিক গান এবং চলচ্চিত্রের গান উল্লেখযোগ্য। তার গানগুলো শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং তিনি সঙ্গীতাঙ্গনে নিজস্ব স্থান করে নিয়েছেন।

ব্যক্তিগত জীবনে, সাথী খান তার পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। একটি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন যে, তার বাবা তাকে কখনোই শাসন করতেন না, যা তার সঙ্গীত জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

সাথী খান তার সঙ্গীত জীবনে অনেক সাফল্য অর্জন করেছেন এবং তার গানগুলো শ্রোতাদের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে। তিনি তার সঙ্গীতশিল্পের মাধ্যমে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)