ললিতা সখি কই তোমারে
মন দিয়েছি যারে
লোকে বলে বলুক মন্দ
লোকের কথায় যাব না ফিরে ॥

তোমরা সখি বুঝাও যত
মন আমার পাগলের মত
না দেখিলে তারে;
আমি ভুলিব ভুলিব মনে করি
অন্তর যে ভোলে না মোরে ॥

আমি যখন রানতে বসি
কালা তখন বাজায় বাঁশি
নিকুঞ্জে কাননে;
আমার শ্বাশুড়ি ননদী ঘরে
কেমন করে যাই বাইরে ॥

ঐ কালা কি মন্ত্রে মন ভোলালো
এখন আমার ঘরে থাকা দায় হলো
বল সখি কি করিরে;
লালন বলে তাইতো রাধা কুলশীলে
যাবে না ঘরে সে ফিরে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)