বল রে নিমাই বল আমারে
রাধা বলে আজগুবি আজ
কাঁদলি কেন ঘুমের ঘােরে ॥

সেই যে রাধার কি মহিমা
বেদে দিতে নাইরে সীমা
ধ্যানে যারে পায় না ব্রহ্মী
তুই কেমনে জানলি তারে ॥

রাধে তােমার কি হয় নিমাই
সত্য করে বল আমায়
এমন বালক সময়
এ বােল কে শিখাল তােরে ॥

তুমি শিশু ছেলে আমার
মা হয়ে ভেদ পাইনে তােমার
লালন কয় শচীর কুমার
জগৎ করল চমৎকার ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)