খোদা দুঃখ দিয়াছ তুমি যারে,
বুক ভরা যার দুঃখ মলিন তাহার মুখ
দুঃখ বিনে সুখ নাই এ সংসারে।
জলে বানলে ঘর তাতেও জ্বলে রে আগুন
পুড়িয়া দালানকোঠা হয় রে ছালি চুন,
যার কপালে যেদিন লাগে রে আগুন
লোহার ঘরেতে ঘুণ ধরে রে।
বাণিজ্যের নামেতে ঘুরি নানান দেশে
কিনিলাম খাঁটি সোনা নিজ হাতে বাইছে,
আমার কপাল দোষে হয় তা রাং দস্তা সিসে
হিরা বেচলাম জিরার দরে রে।
যার ঘরে প্রবেশ তুমি করো ব্যাধি
সে মরে আর মরে পুত্রপুত্রাদি,
কন্যা ইত্যাদি জামাতাও থাকে যদি
পোষ্য পুত্রও তার মরে রে ।
খেতে ফলে না ফসল বৃক্ষে ধরে না ফল
দুগ্ধবতী গাভি হয় দুগ্ধহীন সকল
পুকুরে নাই রে জল উকিলের সকলই বিফল
পানি বিহনে মাছ মরে রে ।