পুবালি বাতাসে আষাঢ় মাইস্যা ভাসা পানি রে
বাদাম দেইখ্যা চাইয়া থাকি আমার নি কেউ আসে রে।

যেদিন হইতে নুয়া পানি আইলো বাড়ির ঘাটে সখি রে
অভাগিনীর মনে কত শত কথা ওঠে রে।

গাঙে দিয়া যায় রে কত নায়-নাইওরির নৌকা সখি রে
মায়ে-ঝিয়ে বইনে-বইনে হইতেছে যে দেখা রে।

আমি যে ছিলাম গো সখি বাপের গলার ফাঁস সখি রে
আমারে যে দিয়া গেল সীতা-বনবাস রে।

আমারে নিল না নাইওর পানি থাকতে তাজা সখি রে
দিনের পথ আধলে যাইতাম রাস্তা হইত সোজা রে।

কতজনায় যায় রে নাইওর এই না আষাঢ় মাসে সখি রে
উকিল মুনশির হইবে নাইওর কার্তিক মাসের শেষে রে।

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)