যদি ফানার ফিকির জানা যায়।
কোরূপে ফানা করে
খোদে খুদি হয় ॥
খোদার রূপ খুদি করে ধারণ
অকৈতব সে করণ কারণ
আয় থাকিতে হয় না মরণ
ফানার করণ তাইরি হয় ॥
একে একে জেনে বেনা
করতে হয় চাররূপ ফানা
একরূপে করে ভাবনা
এড়াবে সে শমন দায় ॥
না জানিলে ফানার করণি
করণ হয় তার মিথ্যা জানি
সিরাজ সাঁই কিয় অর্থ-বানি
দেখ রে লালন মুর্শিদের ঠাঁই ॥