যদি উজান বাঁকে তুলসী ধায়
খাঁটি তার পূজা বটে
চরণচাঁদে পায় ॥

তুলসী দেয় যত
ভাটিয়ে যায় তত
কোথায় সে অটল পদে
তুলসী কোথায় ॥

তুলসী গঙ্গাজলে
উজাবে কোনকালে
মনতুলসী হলে
অবশ্য ধায় ॥

প্রেমের ঘাটে বসি
ভাসাও মনতুলসী
লালন কয় তার দাসী
লেখে খাতায় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)