হক নাম বল রসনা
যে নাম স্মরণে যাবে জঠর যন্ত্রণা ৷৷

শিয়রে শমন বসে
কখন যেন বাঁধবে কসে
ভুলে রইলি বিষয় বিষে
দিশে হল না ৷৷

কয়বার যে ঘুরে ফিরে
মানব জনম পেয়েছে রে
এবার যেন অলস করে
সে নাম ভুলো না ৷৷

ভবের ভাই বন্ধু আদি
কেউ হবে না সঙ্গের সাথী
লালন বলে শুরু রতি
কর সাধনা ৷৷

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)