হারে মন তোরে আর কি বলি
পেয়ে ধন সে ধন হারলি ৷৷

মহাজনের ধন এনে
ছড়ালিরে উলুবনে
ও তোর কি হবে নিকাশের দিনে
সেই ভাবনা কই ভাবিলি ৷৷

সই করিয়ে পুঁজি তখন
আনলিরে তিন রতি একমন
তোর ব্যাপার করা যেমন তেমন
আসলে খাদ লাগালি ৷৷

করলি ভাল বেচা-কেনা
চিনলি নে রে রাং কি সোনা
অধীন লালন বলে মন রসনা
কেন সাধুর হাটে আলি ৷৷

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)