হাহাকারে একা ছিল,
হুহুংকারে দোসর হল।
গুপ্ত কথা বলতে আমায়
কত নিষেধ করেছিল ৷৷

হুহুংকার ছাড়িলে যখন,
খুলে গেল নূরের বসন
সেই সময় বরকতকে তখন
মা বোল বলে ডেকেছিল ৷৷

খুলিলেন মা হাতের কঙ্কণী,
বসন কেন খুলিলেন আপনি
হাসান হোসেন কানের বালি
নবী আলী পাঁচজন হল ৷৷

কুদরতে হয় নূর ছিতারা,
তাইতে যা তোর নাম জহুরা
হয়ে লালন দিশাহারা
জহুরা রূপ প্রকাশিল ৷৷

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)