শুনি নবীর অঙ্গে জগৎ পয়দা হয়
সেই যে আকার কি হল তার
কে করে নির্ণয় ॥

আব্দুল্লার ঘরেতে বল
সেই নবীর জন্ম হল
মূল দেহ তার কোথায় ছিল
কারে বা শুধাই ॥

কিরূপে নবীর জান, সে
যুক্ত হয় বাবার | বীজে | বিচে
আবহায়াত যার নাম লিখেছে
হাওয়া নাই সেথায় ॥

একজানে দুইকায়া ধরে
কেউ পাপ কেউ পুণ্যি করে
কি হবে তার রোজ হাসরে
হিসাবের বেলা ॥

নবীর ভেদ পেলে এক ক্রান্তি
ঘুচে যেত মনের ভ্রাজি
দৃষ্টি হয় তার আলেক পান্তি
লালন ফকির কয় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)