দোষী না দোষী না রে বন্ধু
বন্ধু দোষী না তোমারে
যা কিছু হইয়াছে আমার
এই কপালের ফেরে রে।
আজ আসবে কাল আসবে বলে
গেলা বৃন্দাবনে
কাল বুঝি তোমার কালে খাইল
তুমি না আসিলে কেনে রে।
কাঙাল উকিল মুনশির কপাল মন্দ
ঘুরি দেশ-দেশান্তরে
একবার তুমি দিয়ে দেখা
যা খুশি করিও রে।