ধরলাম পাড়ি বিষম দরিয়ায় দীনবন্ধু রে
ও বন্ধু রে
যারে তুমি পারো করো
ডোবে না তরি তার
আবার কত সাধুজনায় ডুবে মারা যায়,
ভবদরিয়ার ঢেউ দেখিয়া
প্রাণ আমার ওঠে কাঁপিয়া
সামনে ভীষণ আঁধার দেখা যায়।
ও বন্ধু রে
অকূলের কূল গো তুমি
অবান্ধবের বান্ধব তুমি
আবার শুনি তোমার নামের দয়ার সীমা নাই,
তুমি যারে দয়া করো
ভয় নাই অকূল সাগর
ছাড়লাম তরি কূলেরই আশায়।
ও বন্ধু রে
ভাবের বৈঠা ধরল যারা
প্রেমের সারি গাইল তারা
ভক্তি রসের বাদাম দিয়া যাইতেছে পার হইয়া,
বিশ্বাসে পাইল ধন
গুরুর পদ করে ভজন
উকিল শুধু রইলাম তোমার আশায়।