এসো হে কাঙালের বন্ধু তুমি দেখা দেও আসিয়া
আমার তাপিত প্রাণ জুড়াই একবার তোমারে দেখিয়া রে ॥

তোমার বলে বলবান আমারে সাজাইয়া
তোমার কর্ম তুমি করো আমায় উপলক্ষ দিয়া রে ॥

ঘরে ঘরে তোমারই প্রেম দিয়াছ বিলাইয়া
নইলে কি আর আসলাম ভবে মানবজনম লইয়া রে ॥

রহমতেরই একবিন্দু জল আমায় দান করিয়া
ভবযন্ত্রণা দূর কইরা দাও তুমি আমার হইয়া রে ॥

এ বিশ্বে বিরাজ করো বহুরূপ ধরিয়া
কাঙাল উকিলের কি আছে শক্তি তোমায় লয় চিনায়া রে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)