হক নাম বল মন পাখী ৷
ভবে কেউ কারো নয়রে দুঃখের দুখী ॥

ভুলনারে ভবে ভ্রান্ত কাজে
অদেখারে সব কান্ড মিছে
মনরে আসতে একা যেতে একা
এভব পিরীতের ফল আছে কি ॥

হাওয়া বন্ধ হলে সুপদ কিছুই নাই
বাড়ির বাহির করেন সবাই
মনরে কেবা আপন পরকে তখন
দেখে শুনে কেঁদে মরছে আঁখি ॥

গোরের কিনারে যখন লয়ে যায়
কেঁদে সবাই জীবন ছাড়তে চায়
লালন বলে কারো গোরে কেউ যায় না
থাকতে হয় একাকী ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)