ওই আমি তাল হারা এক বেতালা
মন হইয়াছে উতলা
উদর ভরিয়া প্রেমের শরাব খেয়েছি
মাতাল হইয়াছি আমি পাগলা হইয়াছি ।

খেয়েছি প্রেমের শরাব
আমার কীসের অভাব
বাংলার নবাব আমি সেজে গেছি
কখন আসে মীরজাফর
ভয়ে কাপে এই অন্তর
এই হালে দিন আমি কাটাইতেয়াছি
পাগলা হইয়াছি আমি মজনু হইয়াছি ।

শরাবের ভিতরে দেখেছি যারে
তার ছবি আমি আঁকিতেছি
পেলে তার দরশন ছাড়িবো না দুই চরণ
মনে প্রানে আমি আশা করেছি
পাগলা হইয়াছি আমি মাতাল হইয়াছি ।

শ্বেত পাথরের গ্লাসে ভরে
দেরে শরাব দে আমারে
আমি যে প্রেম সাগরে ঝাপ দিয়েছি।
আলো আর অন্ধকার
আমার কিসের দরকার
কয় সালাম সরকার
আমি আমার মতোই চলেছি
পাগলা হইয়াছি আমি মাতাল হইয়াছি ।

Song: Ami Tal Hara Ek Betala
Vocal: Ashik
Lyrics, Tune: Salam Sarkar

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)