আহারে সোনালী বন্ধু
শুনিয়ে যা মোর কথা রে।
হাছন রাজার হৃদকমলে,
তোমার চাঁদমুখ গাঁথা ॥

হেরি যবে তব মুখ,
এ জনমের যায় দুঃখ।
উপজিয়ে মনের সুখ,
জনমের যায় ব্যথা রে ॥

হাছন রাজা হুতাশ হইয়া,
আছে তব পানে চাইয়া।
মন প্রাণ সব নিয়া
ছাড়িলে মমতা রে ॥

হাছন রাজা প্রেমিক বলে,
আইস প্রেম নাগরী কোলে
তোমার লাগি প্রাণ জ্বলে,
প্রেমেরও বিধাতা রে ॥

Song : Ahare Shonali Bondhu
Singer: Sasha Ghoshal
Lyrics: Hasan Raja

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)