লিঙ্গ থাকলে সেকি পুরুষ হয় ।
বার মাসে চব্বিশ পক্ষ
তবে কেন ঘরখানি রয় ॥

মাস অন্তে কলা ফেরে
খোস ফেলে যায় গো সেরে
থাকে সেই জাগায় পড়ে
সদানন্দে বারাম সদায় ॥

পুরুষ বলতে কুন্তু ভারি
এক বীজে হয় পুরুষ নারী
বারিতে সৃষ্টি কারবারি
এক ফুলেতে দুই রঙ ধরায় ॥

পরশখানা ছিল আসল
সে জায়গায় বাধল গোল
লালন বলে গোলে হরিবোল
বললে কী মর্ম পায় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)