আমি কোথায় ছিলাম
আবার কোথায় এলাম ভাবি তাই ।
একবার এসে এই ফল আমার
জানি আবার ফিরে কোথা যাই ॥

বেদ-পুরাণে শুনি সদাই
কীর্তিকর্মা আছে একজন জগৎময়
আমি না জানি তার বাড়ি কোথায়
আমি কী সাধনে তারে পাই ॥

যাদের সঙ্গে করি কারবার
তারাই সব বিবাগী আবার হলো রে আমার
লুটলো রে এই ধনীর ভান্ডার
আমায় ঘিরে ঊনপঞ্চাশ বাই ॥

কেবা আমার আমি বা কার
মিছে ধন্ধবাজি এ ভবসংসার
অধীন লালন বলে হইলাম অপার
আমার সাথের সাথী কেহ নাই ॥

.

.

“আমি কোথায় ছিলাম, আবার কোথায় এলাম” এই প্রশ্নের উত্তরে বলা যায় যে, এটি একটি বাংলা গানের লাইন। এই গানের লাইনটি মূলত লালন ফকিরের গান থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হল, “আমি কোথায় ছিলাম, আবার কোথায় এলাম”। এই গানের মাধ্যমে মূলত জীবনের উৎপত্তি এবং গন্তব্য নিয়ে একটি গভীর জিজ্ঞাসা করা হয়েছে। এই গানের লাইনটি জীবনের রহস্য এবং পরিবর্তনশীলতা সম্পর্কে একটি প্রশ্ন। 

এই গানের লাইনটি একটি আধ্যাত্মিক জিজ্ঞাসা, যেখানে “আমি” বলতে মানুষের আত্মাকে বোঝানো হয়েছে। “কোথায় ছিলাম” এই প্রশ্নের মাধ্যমে মানুষের জন্ম বা সৃষ্টির পূর্বেকার অবস্থার কথা বলা হয়েছে। “আবার কোথায় এলাম” এই প্রশ্নের মাধ্যমে পৃথিবীতে মানুষের আগমন এবং জীবনের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এই গানের মাধ্যমে জীবনের উদ্দেশ্য এবং মৃত্যুর পর গন্তব্য নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে। 

এই গানের লাইনটি বাংলা লোকসংগীত এবং আধ্যাত্মিক সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এটি জীবনের গভীর অর্থ এবং রহস্য উন্মোচনের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)