মিছে ভবে খেলতে আলি তাস।
ও তোর মন্ত্রী করল সর্বনাশ ॥

রং থাকিতে খেললি কি-বা রূপ
তুমি মিছে ভবে পড়ে খালি করিতেছ তুরূপ
ক্ষেপা পাশায় ছেড়ে আলি ফিরে
লোভি মন হাতের পাঁচের কিবা আস ॥

টিক্কাতে রং তুরূপ করে
মন তুই এমন বেকুব দশখান টিক্কা না মেরে
ক্ষেপা খেলছ খেলা ও মন ভোলা
কাবার দেও ইস্তক পঞ্চাশ ॥

যে দিন দিনকারি সাত দেখতে হবে।
মন তুমি হায় ডুব ডুব খাবে
লালন বলে ভস্যের ঘাটেরে ক্ষেপা
তুই ডুবে ডুবে হবি নাশ ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)