আল্লাহ কে বোঝে তোমার অপার নীলে
আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে ॥

নিরাকারে তুমি নূরী
ছিলে ডিম্ব অবতারী
সাকারে সৃজন, গঠলেন ত্রিভুবন
আকারে চমৎকার ভাব দেখালে ॥

নিরাকার নিগম্ভূর ধ্বনি
সেও তো সত্য সবাই জানি
তুমি আগমের ফুল, নিগমে রসুল
এসে আদমের ধড়ে জান হইলে ॥

আত্মতত্ত্ব জানে যারা
সাঁইর নিগূঢ় নীলা দেখছে তারা
তুমি নীরে নিরঞ্জন, অকৈতব ধন
লালন খুঁজে বেড়ায় বন-জঙ্গলে ॥

.

.

আল্লাহ কে বোঝে তোমার অপার লীলে” গানটি লালন ফকিরের একটি বিখ্যাত গান। এই গানে আল্লাহ্‌র অপার লীলা বা রহস্যময় কার্যকলাপ নিয়ে প্রশ্ন করা হয়েছে। গানটির মূল কথা হলো, আল্লাহকে বোঝা মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি নিরাকার থেকে সাকার হয়েছেন এবং জগৎ সৃষ্টি করেছেন। এই সৃষ্টি রহস্য ভেদ করা মানুষের সাধ্যে নেই। 

এই গানের মূল ভাবটি হলো: 

  • আল্লাহকে বোঝা মানুষের পক্ষে সম্ভব নয়।
  • তিনি নিরাকার থেকে সাকার হয়েছেন।
  • ত্রিভুবন বা বিশ্ব সৃষ্টি করেছেন।
  • এই সৃষ্টির রহস্য মানুষের পক্ষে বোঝা কঠিন।
  • লালন ফকির এই রহস্য ভেদ করার চেষ্টা করছেন।

গানটিতে আল্লাহকে “অপার লীলে” বা অসীম লীলা-খেলা বা অপার রহস্যময় কার্যকলাপের অধিকারী হিসেবে চিত্রিত করা হয়েছে। লালন ফকির এই গানটির মাধ্যমে আল্লাহকে জানার গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। 

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)