তুমি বিনে আকুল পরান
থাকতে চায়ে না ঘরে রে
সোনা বন্ধু ভুইলনা আমারে রে ।
আমি এই মিনতি করি রে
সোনা বন্ধু ভুইলনা আমারে রে ॥

সাগরে ভাসাইয়া কূল মান
তোমারে সপিয়া দিলাম
আমার দেহ মন প্রান ।
সর্বস্ব ধন করিলাম দান
তোমার চরণ পরে রে ॥

আমারে ছাড়িয়া যদি যাও
প্রতিজ্ঞা করিয়া বল
আমার মাথা খাও ।
তুমি যদি আমায় কান্দাও
তোমার কান্দন পরে রে ॥

কুলমান গেলে ক্ষতি নাই আমার,
তুমি বিনে প্রান বাচেনা
কি করিব আর ॥
তোমার প্রেমও সাগরে
প্রেম সাগরে তোমার
করিম যেন ডুবে মরে রে ॥

Song: Tumi bine akul poran
Singer: Kazi Shuvo
Lyrics: Shah Abdul Korim

কাজী আশিকুর রহমান, যিনি কাজী শুভ নামে পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় লোকসংগীত শিল্পী। তিনি ২৯ ডিসেম্বর ১৯৮৪ সালে বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে বাবার কাছ থেকে তবলা শেখার মাধ্যমে তার সঙ্গীত জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি খুলনার “এসো গান শিখি” এবং “উদীচী” থেকে তবলা বাজানো শিখেন। তবে গান গাওয়ার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল, যা বড় ভাই কাজী আতিকুর রহমানের দ্বারা অনুপ্রাণিত হয়। তিনি ঢাকা কলেজ থেকে বিবিএ সম্পন্ন করেছেন।

কাজী শুভ তার ক্যারিয়ারে ছয়টি একক অ্যালবাম প্রকাশ করেছেন এবং অসংখ্য মিশ্র অ্যালবামে অংশগ্রহণ করেছেন। “শোনা বউ শুনছ নি গো” গানটি দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি নিয়মিত স্টেজ শো এবং নতুন গানের সুর ও সংগীতায়োজন করে থাকেন। সম্প্রতি তিনি “মা” শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন, যা মা ও সন্তানের সম্পর্কের উপর ভিত্তি করে রচিত।

তার সঙ্গীত জীবনে, কাজী শুভ সাকো টেলিফিল্ম অ্যাওয়ার্ড ২০১৪-তে সেরা গায়ক পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। তিনি তার সাদামাটা জীবনযাপন এবং মাথায় গামছা পরার জন্য পরিচিত, যা তার নিজস্ব স্টাইল হিসেবে বিবেচিত হয়।

কাজী শুভ তার সঙ্গীতের মাধ্যমে বাংলাদেশের লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করতে অবদান রেখে চলেছেন এবং শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)