মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে!

চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালশশী
হব বলে চরণ দাসী
ও তা হয় না কপাল গুণে ॥

মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ
কালারে হারায়ে তেমন
ঐরূপ হেরি এ দর্পণে ॥

এ রূপ যখন স্মরণ হয়
থাকে না লোক লজ্জার ভয়
লালন ফকির ভেবে বলে সদায়
ও প্রেম যে করে সেই জানে ॥

Song: Milon Hobe Kotodine
Singer: Shofi Mondol
Lyrics: Fokir Lalon Shah

বাউল শফি মণ্ডল বাংলাদেশের একজন প্রখ্যাত বাউল সংগীতশিল্পী, যিনি লালন সাঁইজির দর্শন ও গান প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি ১৯৫২ সালের ১৩ ডিসেম্বর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী মোহাম্মদ আহাদ আলী এবং মাতা গৌরভী মণ্ডল।

শফি মণ্ডলের সংগীতের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। প্রাথমিকভাবে তিনি মামাতো ভাই সাবদার হোসেনের কাছে সংগীতের হাতেখড়ি নেন। পরবর্তীতে, ১৯৭৯ সালে, তিনি ভারতের শ্রী সাধন মুখার্জীর কাছে উচ্চাঙ্গ সংগীতে তালিম গ্রহণ করেন। গুরুর পরামর্শে তিনি সুফি সংগীতের পথে এগিয়ে যান এবং ১৯৮৩ সাল থেকে বাউল গানে সম্পূর্ণ মনোনিবেশ করেন।

তার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯৫ সালে। পরবর্তীতে, ১৯৯৮ সালে, ‘লালনের দেশে’ শিরোনামে একটি লালন সংগীতের ক্যাসেট প্রকাশিত হয়, যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। তিনি ‘ভাবনগর’ নামের একটি সংগঠনের মাধ্যমে আগ্রহীদের বাউল গান শেখান এবং লালন সাঁইজির দর্শন প্রচারে কাজ করছেন।

শফি মণ্ডল তার জীবনে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ২০২২ সালে তিনি ‘ষষ্ঠ কান্ত কবি উৎসব’ পুরস্কার লাভ করেন।

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)