তোমারই নয়নে আমার নয়ন রাখিয়া
তোমার কালো রূপ আমি হেরেছি,
জীবনে কাউকে বাসিনি ভালো
শুধু তোমারে বেসেছি।
হেসে ভেসে যবে পাপিয়ার স্থান
তোমারই মুরতি জোছনা মাখান,
ভাসে অনলে সলিলে
আঁখি ধারাতলে
যখন যেভাবে চেয়েছি।
তব রূপে ধরা আলোকিত বলে
পূর্ণিমার চাঁদ নিভে গেল জলে,
সেথা নিশীথে তোমার হাসিতে
তোমাকে ভালোবেসেছি।
পাষাণের মতন তুমি হইও না নির্দয়
উকিলের বুকে কত প্রলয় আর উদয়,
তবু তোমারই ছবিটি আঁকিয়া
আমার হৃদয় মাঝারে রেখেছি।