ভাটির দেশের মাঝি ভাই রে
নাও বাইয়া যাও ভরা গাঙে দিয়া
বন্ধুর খবর জানলে তুমি কইয়া যাও ভিড়াইয়া রে।
আমার বাড়ির সামনে ভরা সুরমা নদী
আমি জল তুলিয়া স্নান করাইতাম আবার আসত যদি
আমি মিষ্ট মিষ্ট ফল রেখেছি বন্ধুয়ার লাগিয়া রে।
আমি করি যার ভরসা সে পুরায় কার আশ
আমার চোখের পানি দূর হইল না কেবল বারোমাস
মিছা কলঙ্কিনী উকিল পিরিতি বাড়াইয়া রে।