আমি প্রভাতী তারা পূর্বাচলে ।
আশা-প্রদীপ আমি নিশির শিশু-মহলে ॥
রাতের কপোলে আমি ছলছল
অশ্রুর জল,
আমি সরণীতে হিমকণা টলমল
নব দুর্বাদলে ॥
নব-অরুণোদয়ের আমি ইংগীত,
বিহগ কণ্ঠে আমি জাগাই—
শুভ সংগীত ।
আমি অলস-শয়না নব-বধুর ভাঙ্গি ঘুম,
আমি পাণ্ডুর চাঁদের চুম্—
ঊষষির রাঙা কপোলে ॥