তোর আশা করিয়া রে বন্ধু
বাসর সাজাইলাম রে
সারা নিশি পোহাইলাম
দুই নয়নের জলে।
বন্ধু রে
ইহাই যদি ছিল মনে
কেন প্রেম বাড়াইলে রে বন্ধু
কেন প্রেম বাড়াইলে
চিরসুখী হইও তুমি
এ দাসী মরিলে।
বন্ধু রে
আমি ভুল করিয়া ঘুমাইলাম
কেন জাগাইলে রে বন্ধু কেন জাগাইলে
জাগিয়া না পাইলাম দেখা
কোথায় লুকাইলে।
বন্ধু রে
প্রভাতকালে কুহু সুরে
কোকিল ডাকে ডালে রে বন্ধু
কোকিল ডাকে ডালে
কোকিলেরই ডাকে উকিল
পোড়ে প্রেমানলে।