সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে।
মনঃপ্রাণে ঐক্য করে ডাকছে তারে যে জনে ৷৷

যার দেহে নাই প্রেমের অঙ্কুর
সাধন ভজন সব হবে রে দূর
যার হিংসায় ভরা দেল সমুদ্দুর
শুদ্ধ হবে কেমনে ৷৷

যার দেহে রয় কুটিলতা
মুখে বলে সে সরল কথা
ও অন্তরে যার গরল গাথা
প্রাপ্তি হবে কেমনে ৷৷

আছে যেজন যোগ ধ্যানে
কাজ কিরে তার লোক জানানে
ফকির লালন বলে, রূপ নয়নে
সাধন কর নির্জনে ৷৷

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)