সামাল সামাল সামাল তরী
ভব নদীর ভূফান ভারি ৷৷

নিরিখ রেখ ঈশাণ কোণে
চালাও তরী সচেতনে
গালি খেলে মরবি প্রাণে
জানা যাবে মাঝিগিরি ৷৷

না জানি কী হয় কপলে
চণ্ডিপাঠ ডুবিল জলে
বারে এহিবাহ বাঁচিলে
আর হব না নায়ের কাণ্ডারী ৷৷

ব্যাপারের ভাব যায় না জানা
কী ভেবে কী কর মুনা
লালন বলে কূল পেলাম না
সে নদীর অথই গভীরি ৷৷

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)