Song: Somoy gele sadhon hobe na
Singer: Shofi Mondal
Lyrics: Fokir Lalon Shah
শফি মণ্ডল বাংলাদেশের একজন প্রখ্যাত বাউল সঙ্গীতশিল্পী, যিনি লালন সাঁইজির দর্শন ও গান প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি ১৯৫২ সালের ১৩ ডিসেম্বর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী মোহাম্মদ আহাদ আলী এবং মাতা গৌরভী মণ্ডল।
শফি মণ্ডলের সঙ্গীতের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। প্রথমে তিনি তার মামাতো ভাই সাবদার হোসেনের কাছে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৭৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে শ্রী সাধন মুখার্জীর কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে চার বছরের তালিম নেন। এরপর ১৯৮৩ সাল থেকে তিনি বাউল সঙ্গীতের প্রতি সম্পূর্ণভাবে মনোনিবেশ করেন।
১৯৯৫ সালে শফি মণ্ডলের প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়। পরবর্তীতে ১৯৯৮ সালে ‘লালনের দেশে’ শিরোনামে লালনগীতির একটি ক্যাসেট প্রকাশের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি ‘ভাবনগর’ নামের একটি সংগঠনের মাধ্যমে আগ্রহীদের বাউল গান শেখানোর কাজও করে থাকেন।
শফি মণ্ডল তার সঙ্গীত জীবনে দেশ-বিদেশে ব্যাপক খ্যাতি ও সম্মান অর্জন করেছেন। তিনি লালন সাঁইজির গান ও দর্শন প্রচারের মাধ্যমে বাউল সঙ্গীতের ধারা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
শফি মণ্ডল মানবধর্মে বিশ্বাসী এবং তার গানে অসাম্প্রদায়িকতার বার্তা তুলে ধরেন। তার সৃষ্টির মাধ্যমে তিনি সমাজে মানবতার চেতনা জাগ্রত করতে সচেষ্ট।