ধূলি-পিঙ্গল জটাজুট মেলে–
আমার প্রলয়-সুন্দর এলে ॥

পথে পথে ঝরা-কুসুম ছড়ায়ে,
রিক্ত শাখায় কিশলয় জড়ায়ে,
গৈরিক উত্তরী গগনে উড়ায়ে –
রুদ্ধ-ভবনের দুয়ার ঠেলে ॥

বৈশাখী পূর্ণিমা-চাঁদের তিলক
তোমারে পরাব,
মোর অঞ্চল দিয়া তব জটা নিঙাড়িয়া
সুরধুনি ঝরাব ।
যে মালা নিলেনা আমার ফাগুনে,
জ্বালাব তারে তব রূপের আগুনে,
মরণ দিয়া তব চরণ জড়াবো-
হে মোর উদাসীন্ যেওনা ফেলে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)