ধন্য মায়ের ধন্য পিতা।
তার গর্ভে জন্মাইল
নন্দের কানু গৌরাঙ্গ সুতা ॥

ধন্য বলি ছিদাম সখা
অনেক দিনের পরে দেখা
আশ্চর্য এই বেঁচে থাকা
ধৈর্য ধরতে পারি না তা ॥

ধন্য রে ভারতী ভারি
দেখাইল নদে পুরি
ফুল বিছানা ত্যাজ্য করি
গলে নিলাম ছিঁড়া কেঁথা ॥

ধন্য রে যশোদার জোর
বেঁধেছিল জগৎ ঈশ্বর
লালন কয় ভাব শুনে বিভোর
বুঝার কিছু নাই ক্ষমতা ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)