শ্যামচার আর কতকাল
রবো তোমার আশায়
পাসরিতে নাহি পারি
সদায় জাগে অন্তরায়।
ছেড়ে দিয়া ঘরবাড়ি
পাশরিলাম সহচরী রে
শুধু তোমার আশা করি
কেউ নাই আমার এ ধরায়।
তোমার এই প্রেমযাতনা
অভাগীর প্রাণে সহে না রে
কেন আর এই ছলনা
ভুইলা আছো কার বাসায়।
প্রেমফাঁসি গলে লইয়া
উকিল যদি যায় মরিয়া রে
হয় যদি তোমার নামের কলঙ্ক
দোইষো না শ্যাম তুমি আমায়।