সখি তোরা কেউ গেলে না রে মথুরা নগর
আনতে আমার প্রাণবন্ধুরে দেখতাম একনজর রে ॥
হাতে বাঁশি মাথে চূড়া এই তো বন্ধের চিন্
নামের মালা গলায় লইয়া সাজলাম দীনহীন রে ॥
মথুরাতে কত নারী স্বামীর গৌরব করে
আমার কি আর লয় না মনে রূপ দেখাইতাম তারে রে ॥
কত কত মানুষ মরে কত কত রোগে
কাঙাল উকিল মরে যাব প্রাণবন্ধুয়ার শোকে রে ॥