আমি খড় কুটোতে বাইন্ধা ছিলাম
সুখের একটা কুঁড়ে
ছাই করিলা ঘরটা তুমি
দুখের চিতায় পুড়ে ।
দোষ দেবো না তবু তোমায়
আমারই তো ভুল
সাঁতার ভোলা মানুষ আমি
খুঁজে ছিলাম কুল…

ভাঙাচোরা ওই ঘরে তে
তোমায় কি আর মানায়
আমার ভাগ্য সেই কথাটা
দিলো আমায় জানায় ।
সবাই কি আর হইতে পারে
প্রিয়ার খোঁপার ফুল
সাঁতার ভোলা মানুষ আমি
খুঁজে ছিলাম কুল…

ব্রামন হইয়া চাঁদ ধরিবার
করেছিলাম সাধ
সব হারাইয়া বুঝি এখন
নিজের অপরাধ ।
স্মৃতিগুলো বিধে বুকে
হইয়া ব্যথার শুল
সাঁতার ভোলা মানুষ আমি
খুঁজে ছিলাম কুল…

বিধি রে কই দিলে কেন
ভালোবাসার মন
যে মনে তে কেউ কখনো
হবে না আপন ।
স্মৃতিগুলো বিধে বুকে
হইয়া ব্যথার শুল
সাঁতার ভোলা মানুষ আমি
খুঁজে ছিলাম কুল….

Song: Satar Vola Manush
Singer: Akash Mahmud
Lyric: Rasel Kobir
Tune & Music: Sakibul Hasan Sujon

Play by Youtube

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)