সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে।
অহর্নিশি মায়ার ঠুসি
জ্ঞান চক্ষুতে ৷৷
ঈশান কোনে হামেশ ঘড়ি
সে নড়ে কি আমি নড়ি
আমার আমি হাতড়ে ফিরি
না পাই দেখিতে ৷৷
সে আমি অচিন একজন
এক জাগাতে থাকি দুজন
ফাঁকে থাকি লক্ষ যোজন
না পাই ধরিতে ৷৷
ঢুঁড়ে হদ্দ মেনে আছি
এখন বসে খেদায় মাছি
লালন বলে মরে বাঁচি
কোন কাৰ্যেতে ৷৷