আরে ও নগরের লোক
বন্ধুর দেখা পাইলে কইও আমার যত দুখ রে।
এ দেশেতে থাকতে আমার বান্ধে না রে বুক
কেমনও সোনার দেশে হইবে আমার সুখ রে।

এ দেশের মানুষগুলি ভিতরে লাল টুকটুক
লাল রূপ দেখায়ে আমার খালি করল বুক রে।

উকিলে কয় মরণ আমার আসিল সম্মুখ
মরণকালে দেখিতাম আমার সোনাবন্ধের মুখ রে।

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)