পাখি আমার পরের বুকে
আছে নাকি মহাসুখে
তুমি যদি থাকো সুখে
হাসবো আমি শত দুখে ॥
দিনের শেষে রাত আসে
স্বপ্নে দেখি বন্ধু পাশে
ঘুম ভাঙিলে একলা আমি
আন্ধার দেখি এই দুই চোখে ।
আগে জানলে প্রেমের ধারা
মরতাম না গো এমন মরা
ঘরে আমার বসে না মন
হইছি কাতর তোমার শোকে ॥
নিশি হলে জোনাক জ্বলে
সাজেদুল ক্যান ভাসে জলে
যুগে যুগে এসব উত্তর
খুঁজবে জানি কতো লোকে ।
আগে জানলে প্রেমের ধারা
মরতাম না গো এমন মরা
ঘরে আমার বসে না মন
হইছি কাতর তোমার শোকে ॥
Song: Pakhi Amar Porer Buke
Singer: Sathi Khan
Lyric: Sajedul Karim Dinu
সাথী খান বাংলাদেশের একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী, যিনি তার সুমধুর কণ্ঠ ও সৃষ্টিশীল গানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করেছেন। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে “বনমালী” বিশেষভাবে উল্লেখযোগ্য, যা সিডি চয়েস থেকে প্রকাশিত হয় এবং শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়।
সাম্প্রতিক সময়ে, সাথী খান “আমি বললে দোষ হয়ে যায়” শিরোনামের একটি নতুন গান প্রকাশ করেছেন, যা বাংলা এক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটির কথা ও সুর করেছেন মামুন আফনান রুমি এবং সংগীতায়োজন করেছেন এসডি সাগর।