আমি এক এমন পাখি
বুকেতে কষ্ট রাখি !
মুখেতে দেখায় হাসি
যেন আমি সুখ নিবাসি ৷

তুমিতো আমায় ছেড়ে
চলে গেছো অনেক দূরে !
সুখে আছো শুনলাম আমি
ভাসাইয়া আমার সুরে ৷৷
কতটা যন্ত্রনাময়
প্রতিরাত জেগে থাকি,
তোমার স্মৃতি অন্তরতে
ভাজে ভাজে সাজিয়ে রাখি ৷

এ জীবন শেষ হয় না
তোমায় ছাড়া ভাল্লাগে না !
সব কিছু আন্ধার লাগে
বেঁচে থাকা কি যাতনা ৷৷
আমারে পড়লে মনে
তুমিও কাইন্দো গোপনে !
সুখে থাইকো প্রাণের প্রিয়
আমার ভালোবাসা নিও ৷

Song: Ami Ek Emon Pakhi
Singer: Sathi Khan
Lyrics & Tune: Kabbik Polash

সাথী খান বাংলাদেশের একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী, যিনি তার সুমধুর কণ্ঠ ও সৃষ্টিশীল গানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করেছেন। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে “বনমালী” বিশেষভাবে উল্লেখযোগ্য, যা সিডি চয়েস থেকে প্রকাশিত হয় এবং শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়।

সাম্প্রতিক সময়ে, সাথী খান “আমি বললে দোষ হয়ে যায়” শিরোনামের একটি নতুন গান প্রকাশ করেছেন, যা বাংলা এক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটির কথা ও সুর করেছেন মামুন আফনান রুমি এবং সংগীতায়োজন করেছেন এসডি সাগর।

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)