না জেনে করণ কারণ
কথাই কি হবে।
কথায় যদি ফলে কৃষি
তবে বীজ কেন রোপে ॥

শুড় বললে কি মুখ মিষ্টি হয়।
দীপ না জ্বাললে কি আঁধার যায়
অমনি জানো হরি বলায়
হরি কি পাবে ॥

রাজায় পৌরুষ করে
জমির কর বাঁচে সে রে
সেই কি তোর একবারই কার্য রে
পৌরুষে ছাড়বে ॥

গুরু চেন খোদাকে মান
সাঁইর আইন আমলে আন
লালন বলে তবে মন
সাঁই তোরে নিবে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)