মরি হায় কি এভাব তিনে এক জোড়া
তিনে জোড়া ত্রিভুবনে
মিলনের এক মহড়া ॥

নর-নারায়ণ পশু জীব আদি
দুয়েতে এক মিলন জোড়া চার যুগ অবধি
তিনেতে এক মিলন জোড়া
সে বা কোন যুগের দাড়া ॥

তিন মহাজন বসে তিন ঘরে
তিন জনার মন বাঁধা আছে আধা নিহারে
আধা মানুষ ধরবি যদি
ভাঙ্গ দেখি বিধির বেড়া ॥

তিন জনা সাত পান্থির উপরে
আদ পান্থি আছে ধরা জান গে যা তারে
ফকির লালন বলে সেহি স্থলে
মিলবে রে পথের গোড়া ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)