মানুষ অবিশ্বাসে পায় না রে সে
মানুষনিধি।
এই মানুষে মিলতো মানুষ
চিনতাম যদি ॥

অধরচাদের যতই খেলা
সর্ব-উত্তম মানুষ লীলা
না বুঝে মন হলি ভুলা
মানুষ বিবাদি ॥

যে অঙ্গের অবয়ব মানুষ
জান না রে মন বেহুঁশ
মানুষ ছাড়া নয় সে মানুষ
অনাদির আদি ॥

দেখে মানুষ চিনলাম নারে
চিরদিন মায়ার ঘোরে
লালন বলে এ দিন পরে
কি হবে গতি ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)