মন রলো সেই রিপুর বশে রাত্রদিনে।
মনের গেল না স্বভাব, কিসে মেলে ভাব
সাধুর সনে ॥

আমি বলি শ্রীচরণ
মনে যদি হয় কখন
অমনি রিপু হয়, দুষ্ট সে সময়
ধরে যেদিক টানে ॥

নিজগুণে যা করেন সাঁই
তা বিনে আর ভরসা নাই
তুমি জান মোর, মনের ভক্তির জোর
যেরূপ মনে ॥

দিনে দিনে দিন ফুরালো
রংমহল অন্ধকার হলো
লালন বলে, হায়! কী হবে উপায়
উপায় তো দেখি নে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)