মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে।
জানেনা কানছীর খবর
রংমহলের নিকাশ নিচ্ছে ॥

ঠিক পড়ে না কুড়ো কাঠা
ধূল ধরে সতের গণ্ডা
অকারণ খাটিয়ে মনটা
পাগলামী প্রকাশ করতেছে ॥

যে জমির নাই আড়া-দিঘলতা
কিরূপ কালি করে সেথা
শুনি চৌন্দ পোয়ার কথা
কুড়ো কাঠা কয় আন্দাজে ॥

কৃষ্ণদাস পণ্ডিত ভাল
কৃষ্ণ লীলার সীমা দিল
তার পণ্ডিতি চূর্ণ হল
টুনটুনি এক পাখির কাছে ॥

বামন হয়ে চাঁদ ধরতে যায়
অমনি আমার মন মনরায়
লালন বলে কবে কোথায়
এমন পাগল কে দেখেছে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)