লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদায়।
দেখ না রে মন দেখতে যার
বাসনা হৃদয় ॥

রতির গিরে ফসকা মারা
শুধু কথার ব্যবসা করা
তার কি হবে রূপ নিহারা
মিছে গোল বাধায় ॥

যেদিন বাতি নিভে যাবে
ভাবের শহর আঁধার হবে
পাখি সে পালাইবে
ছেড়ে সুখালয় ॥

সিরাজ সাঁই বলে রে লালন
স্বরূপ রূপে দিলে নয়ন
তবে হবে রূপ দরশন
পড়িস নে ধাঁধায় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)