লাগাইয়া পিরিতের ডুরী
আলগা থাকি টানে গো
আমার বন্ধু মহা যাদু জানে ॥
নয়ন তুলে সোনার চান্দে
চায় গো যাহার পানে।
মন্ত্র ছাড়া করে যাদু
দুই নয়ানের বানে ॥
হাতে বাঁশি মাথায় চুড়া
নুপুর দুই চরনে
যে দেখে সে পাগল হইয়া
যাইতে চায় তার সনে ॥
চন্দ্র সম রূপের কিরন
প্রেম তার নয়নে
খোয়াজ মিয়া হইছে পাগল
প্রাণ বন্ধুর কারণে ॥
Song: Amar Bondhu Moha Jadu Jane
Singer: Kaniz Khondkar Mitu
Lyrics & Tune: Baul Khoyaj Mia