আমার কি সুখে যায় দিন-রজনী
কেউ জানেনা
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না।
ঐ আমার প্রান বন্ধুয়ার তুলনা নাই বলিরে তোরে
দেশ-বিদেশে থাকো কোকিল চিনোনি তারে
সে আমার হৃদয়ের হৃদয়
সে ছাড়া অসহায় হইয়া জুরে দু-নয়ন
কোকিল যারে চাহে মন।

একা একা একা একা
একা একা থাকা আমার ভালো লাগেনা
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না।
আমার কি সুখে যায় দিন-রজনী
কেউ জানেনা।
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না ॥

বুকে জ্বলে ধিকি-ধিকি পিরিতের অনল
সপ্ত সাগরের জলেও হবে না শীতল।
ঐ যে বসন্ত ফাগুন
কোকিলার কুহূ সুরে বুকে ধরে ঘুণ
বন্ধু হইলো নিদারুণ,
আসিবে বলিয়া গেলো ফিরে এলোনা ।
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না।

মনের মানুষ বিনে আমি কেমনে রই একা
ধরিয়া বান্ধিয়া যৌবন যায়-নিরে রাখা?
কোকিল, আমার উপায় বল
প্রান বন্ধুয়ার খবর জানলে
আমায় নিয়া চল, আমি তার নামের পাগল।
আমির উদ্দিন শুধুমাত্র বন্ধুর দিওয়ানা।
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না।

Song: Ki Sukhe Jay Din Rojoni
Singer: Oyshee
Lyric & Tune: Amir Uddin

ফাতেমা তুয যাহরা ঐশী একজন জনপ্রিয় বাংলাদেশি কণ্ঠশিল্পী এবং চিকিৎসক। রংপুর শিশু একাডেমিতে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং ২০০২ সালে এনটিভির ‘শাপলা কুড়ি’ অনুষ্ঠানে অংশগ্রহণ করে দ্বিতীয় রানার আপ হন।

ঐশীর প্রথম অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’ ইমরান মাহমুদুলের সুরে প্রকাশিত হয়, যা শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। এরপর তিনি ‘নীলিমা’ গানটি গেয়ে আরও পরিচিতি লাভ করেন। ২০১৬ সালে তার দ্বিতীয় অ্যালবাম ‘মায়া’ প্রকাশিত হয়, যেখানে ‘মায়া’, ‘ওচিন তান’, ‘নালিশ’ এবং ‘দিনে দিনে’ মতো গানগুলি ছিল। তিনি লোকগান ‘কাজল ভ্রমোরা’ও রেকর্ড করেন, যা জনপ্রিয় হয়েছিল।

চলচ্চিত্রে প্লেব্যাকেও তিনি সফল। ‘মায়া: দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রের ‘মায়া মায়া রে’ গানটির জন্য ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে সম্মানিত হন।

গানের পাশাপাশি পড়াশোনায়ও তিনি সমান মনোযোগী ছিলেন। ২০২১ সালে এমএইচ শমরিতা হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং চিকিৎসা পেশায় যোগ দেন।

ঐশীর এই বহুমুখী প্রতিভা তাকে বাংলাদেশের সঙ্গীত ও চিকিৎসা ক্ষেত্রে একটি বিশেষ স্থানে প্রতিষ্ঠিত করেছে।

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)