কিসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে
গুরু চরণ, তারণ তরি ধরবে অকপটে ॥

নদীর মাঝে মাঝে আসে বান
প্রাণে রাখো ভক্তির জ্ঞান
যেন হইও না রে অজ্ঞান
রবি যে বসল পাটে ॥

রিপু ছয়টা কর বশ
ছাড় বৃথা রঙ্গ রস
কাজেতে হইলে অলস
পড়ে রবি পার ঘাটে ॥

দেহ ব্যাধির সিদ্ধির
পদ্মত্রে যথা নির
জীবন তথা হয় অস্থির
কোন সময় কিবা ঘটে ॥

সিরাজ সাঁই বলেরে লালন
বৈদিকে তুলনা মন
এক নিষ্ঠা মন কর সাধন
বিগার তোমার যাবে ছুটে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)